বিশেষ প্রতিনিধি : নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন চাটখিলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।  ২৬ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নোয়াখালী জেলার বিভিন্ন ক্যাটাগরিতে জেলা সেরা বাছাই কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত তালিকায় এই জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে জাহাঙ্গীর কবিরকে নির্বাচিত করা হয় । উল্লেখ্য, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নির্বাচিত হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি হিসেবে উপজেলার প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন এবং মানসম্মত অবস্থায় উন্নীত করনের লক্ষ্যে বিগত সাত বছর যাবত তার ব্যক্তিগত অর্থ এবং একটিভ ফাউন্ডেশন এর অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ -সেমিনার – কর্মশালা আয়োজন, মা সমাবেশ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এছাড়াও তিনি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধাবৃত্তি, দরিদ্র অসহায় শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষা উপকরণ প্রধান সহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছেন।  চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী চাটখিল বার্তা কে জানান, এই উপজেলার শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত এবং যুগোপযোগী শিক্ষায় রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করার পুরস্কার হিসেবেই উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এই পুরস্কারে ভূষিত হয়েছেন।