স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. গাজী গোলাম মাওলা নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন । ০২ ফেব্রুয়ারি চাটখিল মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার গুরুত্ব আরোপ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে কেবলমাত্র মেধাবী হলেই চলবে না , শিক্ষার্থীকে একজন ভালো মানুষও হতে হবে, তাহলেই তার মাধ্যমে সমাজ, জাতী এবং দেশ উপকৃত হবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।