বিশেষ প্রতিনিধি :২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে চাটখিল উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ০১ ফেব্রুয়ারি বুধবার চাটখিল
পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ, চাটখিল মহিলা ডিগ্রী কলেজ, আব্দুল ওয়াহাব ডিগ্রী কলেজ, সোমপাড়া কলেজ, হিরাপুর স্কুল এন্ড কলেজ এবং ভীমপুর টেকনিক্যাল কলেজে আয়োজিত এ অরিয়েন্টেশন ক্লাস পর্বে সদ্য মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় । চাটখিল উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত চাটখিল মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাস এর উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ। বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গালিব মোঃ ইকবাল এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মিজানুর রহমান বাবর , অভিভাবক সদস্য খোরশেদ আলম সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।