বিশেষ প্রতিনিধি : নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম সমাজের সর্বস্তরে সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টির মধ্য দিয়ে সামাজিক অবক্ষয় দূর করার আহ্বান জানিয়ে বলেন- সর্বস্তরে সচেতনতা ও দায়িত্ববোধ ব্যতীত সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব নয়। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এই সমাজ ব্যবস্থার পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসন দিয়ে কাউকে ভালো করা যাবে না। তিনি প্রশাসনের দোষ না‌ দিয়ে পিতা-মাতা,শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান।১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চাটখিল উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সুধিজনের সাথে আইন শৃংখলা বিষয়ক, এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইচ এম ইব্রাহিম যে কোন নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এবং চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম,  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা চেয়ারম্যান এবং  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র  নিজাম উদ্দিন ভিপি , উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর । মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন, ইউপি  চেয়ারম্যান সমিতির সভাপতি এসএম বাকী বিল্লাহ, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, ৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি  পুলিশিং এর সভাপতি বিল্লাল চৌধুরী,   মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান , চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, পৌরসভার কাউন্সিলার মুজিবুর রহমান নান্টু, বদলকোট ইউনিয়ন পরিষদ সদস্য ওমর ফারুক, পরকোট ইউনিয়ন পরিষদ সদস্য নুর জাহান।