গ্রেফতার

গত কয়েক দিন যাবত চাটখিল থানার পুলিশ মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে ৮ জুন বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চাটখিল পৌরসভার বেদেপল্লীতে অভিযান পরিচালনা করে। এ সময় লিয়াকত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

চাটখিল থানা সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃত লিয়াকত আলী (৪৫) পিতা মৃত কাশেম আলী, সাং ভীমপুর বেদেপল্লী, থানা চাটখিল, জেলা নোয়াখালী। সে দীর্ঘদিন যাবৎ এলাকার মাদক ব্যবসা করে আসছিল।

এ রিপোর্ট লেখার সময় ( রাত ১২টা ৪ মিনিটে) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন চাটখিল থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিয়ে, পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।

Share This

Share this post with your friends!