সুন্দরপুরে ইয়াবা সেবন কালে যুবক আটক
চাটখিল উপজেলাধীন সুন্দরপুর গ্রামস্থ চাটখিল- পাল্লা রাস্তার পার্শ্বে মোহাম্মদের চা দোকানের সামনে আসামী বোরহান উদ্দিন আরিফ (২০) গোলাপী রঙ্গের ইয়াবা (এ্যামফিটামিন ) ট্যাবলেট সেবনকালে এলাকার যুব ও সুশীল সমাজের উদ্যোগে চাটখিল থানার পুলিশ ফোর্স কর্তৃক হাতেনাতে গ্রেফতার করেন। তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে বর্ণিত আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অত্র উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।