স্টাফ রিপোর্টার : নোয়াখালী যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চাটখিল ইউনিটের পক্ষ থেকে বুধবার চাটখিল পৌর সদরে পরিবহন শ্রমিক এবং হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রেড ক্রিসেন্টের ইয়ুথরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করেন । আয়োজনটির নেতৃত্বে ছিলেন উপজেলা ইউনিটের দলনেতা ফজলে রাব্বি আবিদ এবং বিভাগীয় দুই উপপ্রধান রফিকুল ইসলাম রনি ও বিএম আল মেহেদী । এসময় উপজেলা টিমের বন্ধু বিভাগীয় প্রধান তারফিনা শাহনাজ রজবসহ অন্যান্য সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রম পরিচালনা করেন।

Share This

Share this post with your friends!