স্টাফ রিপোর্টার :  চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আলী তাহের ইভু চাটখিল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন । ১৩ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আলম চৌধুরী সেলিম ,যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন শাহিন এবং শহীদুল্লাহ খান সোহেল স্বাক্ষরিত এক পত্রে তাঁকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।  ১১ নভেম্বর চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরের পদত্যাগ জনিত কারণে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে তাঁকে দায়িত্ব প্রদান করা হয়। সাবেক এই ছাত্রনেতা রাজনৈতিক জীবনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগ ,যুবলীগ এবং আওয়ামী লীগের রাজনীতিতে নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক চাটখিল বার্তার সাথে আলাপকালে আলী তাহের ইভু জানান – তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে তিনি বদ্ধপরীকর। তিনি বলেন, দলের প্রতিটি স্তরের নেতাকর্মীর সহযোগিতায় আমি কাজ করতে চাই।

Share This

Share this post with your friends!