চাটখিল উপজেলায় চাটখিল-রামগঞ্জ মহাসড়কে (চাটখিল ফায়ার সার্ভিস) এর সামনে জননী বাসের চাপায় পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রী নিহিত!
বাস টি ঘটনা স্থল থেকে মেয়েটাকে প্রায় ১৫০ হাত পর্যন্ত চাকায় করে চেচিয়ে নিয়ে যায়! তাতে মেয়েটার কলিজা, মস্তিষ্কহীন হয়ে পড়ে। তার শরিরের শুধু মাথা ব্যতিত কোন অংশ চিহৃিত করা যায়নি।
নিহত শিশুটি ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট কাজল চেয়ারম্যানের বাড়ির প্রবাসি নুর হোসেনের মেয়ে।