ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার-এইচএম ইব্রাহীম
“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এই স্লোগানকে মূল প্রতিপাদ্য রেখে বর্তমান পরিস্থিতি বিবেচনায় চাটখিল উপজেলার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য জরুরী ভ্রাম্যমান মেডিকেল টীম গঠন করেছি। জ্বর, সর্দি, শুষ্ক কাশি, গলা ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করলে প্রয়োজনবোধে আপনার বাড়ি পৌঁছে যাবেন ভ্রাম্যমাণ মেডিকেল টীম।
বিগত দুই সপ্তাহ থেকেই রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সার্বক্ষণিক জরুরী স্বাস্হ্য সেবা দিচ্ছেন আমাদের নিবেদিত ডাক্তারগণের ভ্রাম্যমাণ মেডিকেল টীম। জরুরী স্বাস্থ্যসেবা পেতে হলে নিচের হটলাইন নম্বরগুলোত যোগাযোগ করুনঃ
চাটখিলঃ 01730324861, 01707197431, 01757806788, 01720042951
সর্ব সাধারণ জনগনকে সহযোগীতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো, নিজে ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকবে,আপনার পরিবার ভালো থাকলে পাড়া প্রতিবেশি ভালো থাকবে।