চাটখিল সহ নোয়াখালীতে করোনায় আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবা

স্টাফ রিপোর্টার: মহামারি করোনায় মৃত্যুর মিছিল যখন দিনের পর দিন স্থায়ী হচ্ছে। আতংকে যখন মানুষ জীবন-যাপন করছে ঠিক সেই সময় মানুষের পাশে দাড়িয়েছেন সামাজের কিছু মানুষ। সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মানুষের কল্যাণে কিছু মানুষ যেন শান্তি পায়, খুঁজে পায় সুখ। তেমনই একজন এস এম কামরুল হাসান পি.পি.এম। তিনি নিজ খরছে করোনায় আক্রান্ত মানুষকে ফ্রি অক্সিজেন দিয়ে সেবা করতে চায়।
আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন- 01711202024 এই মোবাইল নম্বরে।
এবিষযে যোগাযোগ করা হলে তিনি চাটখিলবার্তার অনলাইনকে বলেন, আমি শুধু মাত্র মানুষের সেবা করতে ফ্রী অক্সিজেন সেবা দিতে প্রস্তুত। আপনার প্রয়োজনে আমাকে উপরোক্ত নাম্বারে কল করুন।
তবে তিনি অনুরোধ করেছেন বিনা প্রয়োজনে কল করে বিরক্ত না করার জন্য।
তবে দয়াকরে কেউ অযথা কল করে বিরক্ত করবেননা।
সেবাটি সম্পূর্ণ ফ্রী।