মফস্বল সংবাদ চাটখিলে সাপের কামড়ে যুবকের মৃত্যু October 9, 2019 badhon ইউনিয়ন চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নে সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত যুবক ইউনিয়নের তফদার বাড়ি সেলিম তফদার ছেলে ফরহাদ তফদার। বিষয়টি নিশ্চিত করে পরিবার বলেন, প্রতিদিনের মত গতকাল সে ঘুমাতে যায়। সকাল ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় রুমে গিয়ে দেখে সে মৃত।