চাটখিল: চাটখিলে গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ আবুল হাসেম (৩২) লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার দেবনগর গ্রামের লেদা মিয়া মেম্বার বাড়ির মোঃ সিরাজের ছেলে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোল এলাকায় থেকে গাড়ি চাপায় নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন হওয়া দেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়কে দাঁড়িয়ে চলন্ত গাড়ি থামানোর চেষ্টা করতেন। আবার কখনো কখনো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে ভোর রাতে কোনো একসময় এই দূর্ঘটনাটি ঘটেছে। দূর্ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় গাড়ি এবং চালককে চিহ্নিত করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোঃ মিদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে নিহতের পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।