চাটখিল : চাটখিলে আজ বুধবার (১৪ মার্চ) আসন্ন পবিত্র মাহে রমজানে উপলক্ষ্যে স্বাস্থ্যসম্মত ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহ এবং খাবারের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে হোটেল মালিক ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১২.০০ ঘটিকা থেকে দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ক্রেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, নোয়খালী জেলা কৃষি বিপণন কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কমিশনার মজিবুর রহমান নান্টু, উপজেলা উপসহকারী শিক্ষা প্রকৌশলী মোঃ আল আমীন হোসেন, চাটখিল উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চাটখিল পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার ওমর ফারুক, বাজারের বয়বসায়ী মনির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, রমজানে ইফতারের মূল্য তালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকারের নির্ধারিত বিধি বিধানসমূহ ব্যবসায়ীদের মেনে চলতে হবে। এছাড়াও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের অনিয়ম হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন।
অনুষ্ঠানে শুরুতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন বিধিবিধান অংশগ্রহণকারী সকলের সামনে তুলে ধরা হয়। এরপর খাবার হোটেল ব্যবসায়ী, সাংবাদিক, ক্রেতাসহ বিভিন্ন অংশীজনেরা আলোচনায় অংশগ্রহণ করেন।