কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় বেগমগঞ্জ উপজেলায় ইতালিফেরত এক ব্যক্তিকে অর্থদণ্ড
হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইতালিফেরত এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইতালি থেকে নোয়াখালীতে ফেরা ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়রা তাকে ঘুরতে নিষেধ করলেও তিনি তা মানছেন না। এ সংবাদের পেয়ে বুধবার রাতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ির সামনে গিয়ে দেখা যায়, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আছেন। ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানাই।