এতিমখানাতে পবিত্র কোরআন বিতরন করেন মেয়র
বিশেষ প্রতিনিধিঃ পূর্বের ঘোষণা অনুযায়ী ১১৫ জন এতিম ছাত্রদের একটি জোব্বা, কোরআন শরীফ ও একটি টুপি বিতরন করেন চাটখিল পৌরসভার সুযোগ্য মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী। এ সময় তিনি হালিমা দীঘিরপাড় এতিমখানা, ফতেপুর মোহাম্মদিয়া এতিমখানা, পরানপুর এতিমখানা, দৌলতপুর এতিমখানা, কলেজপাড়া এতিমখানা, মেঘা এতিমখানা, ভীমপুর এতিমখানা, কড়িহাটি এতিমখানা
ও খানকা শরীফ এতিমখানা সহ মোট ৯টি এতিমখানায় এসকল কোরআন বিতরণ করেন।