উত্তরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা, দক্ষিণে লক্ষèীপুর জেলার সদর উপজেলা, পূর্বে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয়েছে চাটখিল উপজেলা। নামকরণে জনশ্রতি আছে যে, অতীতে এ এলাকায় একটি বিল ছিল। এ বিলে চাটপোকার অবস্থানের জন্য স্থানীয় অধিবাসীরা হুমকির সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকার জনবসতি স্থাপন এবং এলাকার নাম করণ হয় চাটখিল অথাৎ চাট পোকার নাম করণ থেকে চাটখিলের নাম করণ করা হয়। চাটখিল একটি পৌরসভা এবং নয়টি ইউনিয়নের সমন্বয় গঠিত চাটখিল পৌরসভার ১নং সাহাপুর, ২নং রামনারায়নপুর, ৩নং পরকোট, ৪নং বদলকোট, ৫নং মোহাম্মদপুর, ৬নং পাঁচগাঁও ৭নং হাটপুকুরিয়া, ৮নং নোয়াখলা এবং ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদ। উপজেলাটির মোট আয়তন ১৩৪ বর্গকিলোমিটার। ২০০১ সালে আদম শুমারী অনুযায়ী এই উপজেলার মোট জন সংখ্যা ২,১৫,৩৯১ জন। যাতে পুরুষ ১,০৪,০৫১ জন এবং মহিলা ১,১১,৩৪০ জন। ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী ১নং সাহাপুর ১৮,০৪৩ জন, ২নং রামনারায়নপুর ২০,৭৯৬ জন, ৩নং পরকোট ২২,৩০৯ জন, ৪নং বদলকোট ২৪,২৮৮ জন, ৫নং মোহাম্মদপুর ৩২,২১৪জন, ৬নং পাঁচগাঁও ১৪,৪৩৪জন, ৭নং হাটপুকুরিয়া ১১,৩৯১ জন, ৮নং নোয়াখলা ২৪৭৫৫ জন এবং ৯নং খিলপাড়া ২৪,০৮২ জন লোক বাস করে। জনসংখ্যার ঘনত্ব ১৬০৯ জন। ১১৬ টি মৌজার সমন্বয়ে এই উপজেলায় সরকারী হাসপাতাল ১টি, স্বাস্থ্য কেন্দ্র ক্লিনিক উপস্বস্থ্য কেন্দ্র ১টি, পরিবার কল্যাণ কেন্দ্র ৮টি (সরকারী) কমিউনিটি ক্লিনিক (সরকারী) ৩০টি যাতে চালুকৃত ১৮টি, প্রক্রিয়াধীন ১১টি, অপ্রক্রিয়াধীন ১টি, বেসরকারী ক্লিনিক ৭টি। উপজেলা খ্যাত চাটখিল বাজার ব্যতিত ২৩ হাট বাজার রয়েছে। চাটখিল উপজেলায় ৩৫ টি পোষ্ট অফিস ও ১০ টি ব্যাংক শাখাও রয়েছে। চাটখিল উপজেলা জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন চাটখিল সোনাইমুড়ী উপজেলা নির্বাচনী একালায় নির্বাচিত প্রতিনিধি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন হাসান আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন সাজ্জাদ আহমেদ চৌধুর, মহিলা-ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন খাদিজা আক্তার মুন্নি। পৌর মেয়র পদে দায়িত্বে আছেন মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী।এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ নির্বাচনি গেজেট শনিবার, জুন ১৮, ২০১১ ইং অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন গোলাম হায়দার, ১নং সাহাপুর, মোঃ লিকায়ত আলী ২নং রামনারায়নপুর, তাওহিদুল ইসলাম ৩নং পরকোট, মোঃ আবু হানিফ ৪নং বদলকোট শহিদ উল্যা ৫নং মোহাম্মদপুর, মিরন হোসেন ৬নং পাঁচগাঁও, আবদুল হাই ৭নং হাটপুকুরিয়া, ইব্রাহিম খলিল ৮নং নোয়াখলা এবং আলগীর হোসেন ৯নং খিলপাড়া। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার হিসাসে দায়িত্ব পালন করে আসছেন আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন নাজমুল হক, এছাড়া পরিসংখ্যান অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন- ছগির আহমেদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, উপজেলা রির্সোস সেন্টার অফিসার মহিব উল্যাহ, মহিলা ও শিশু বিষয়ক অফিসার ফাতেমাতুজ্জহুরা ও সমবায় অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন সাইফুল ইসলাম প্রমূখ।
মাইন উদ্দিন বাঁধন/দৈনিক চাটখিল বার্তা/১৯ ডিসেম্বর ২০১১ইং
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Powered by চাটখিলবার্তা :: Designed and Developed By Colour Spray Ltd.
0 Comments
Log In